স্লোগান – ফেস্টুন

আ ক্রা ন্ত  স ম য়
বিপন্ন মননের কথা

স্লোগান - ফেস্টুন

শাসনের আইন নয়,
আইনের শাসন চাই।

একব্যক্তিকেন্দ্রিক
সংবিধান নয়,
ভারসাম্যের সংবিধান চাই।

এক ব্যক্তির
খামখেয়ালী সভা নয়,
জনমানুষের আইন
তৈরীর সংসদ বানাও।

ঢাকায় বসে উন্নয়ন নয়,
স্থানীয় সরকারকে
উন্নয়নের কেন্দ্র করো।

ব্যাংকের উপর ক্ষমতার
খবরদারী নয়,
‘ব্যাংক ও ফাইন্যান্স ডিভিশন’
বিলুপ্ত করো।

গণপ্রজাতান্ত্রিক নয়,
গণক্ষমতাতান্ত্রিক রাষ্ট্র চাই।

এমপি-র কাজ আইন বানানো,
ইট-পাথর আর
চাল-গমের উন্নয়ন করা নয়।

আগে সঠিকভাবে
মাথা গোনো
তারপর মাথাপিছ
আয়-ব্যয় মাপো।

এমপি-র কাজ মানুষের পক্ষের
আইন বানানো,
ইট-পাথর আর
চাল-গমের ‘উন্নয়ন’ করা নয়।

নিপীড়ক-নির্যাতক-লুটপাটের
পক্ষের আইন নয়,
জনস্বার্থে আইন বানাও।

রাষ্ট্রের মালিক জনগণ।
ধোঁকা দেওয়া মালিকানা নয়,
আসল মালিকানা
নিশ্চিত করো।

দল নয়, নেতা নয়,
মানুষের কাছে
জনপ্রতিনিধিদের জবাবদিহির
আইন বানাও।

চেয়ারম্যান-মেয়র রাজা নয়,
তাদের রিকল করার
আইন চাই।

আমার টাকায় বেতন পাও,
আমার কাছে
জবাবদিহির আইন চাই।

ব্যক্তিনির্ভর দল নয়,
গণক্ষমতাতান্ত্রিক রাষ্ট্র গঠনের
উপযোগী দল চাই।

সরকারের ছুড়ে দেয়া ইস্যু নয়,
জনগণের ইস্যুতে সরকারকে
কথা বলতে বাধ্য করুন।

পুলিশ খুন করলে
পুলিশই তদন্ত করবে
এই আইন পাল্টাও!
এখনই পাল্টাও!

মৌলিক অধিকার
অলঙ্কার নয়,
এটা পাওয়ার আইন চাই।

ব্রিটিশ গেছে
পাকিস্তান গেছে,
আইন আজো
সেখানেই আছে।

শাসন করার
প্রশাসনিক আইন বদলাও,
প্রশাসকদের ব্যবস্থাপক বানাও।

‘পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’ নয়,
পুলিশ গণশত্রু নয়,
উপনিবেশিক পুলিশ
আইন পাল্টাও।

মন্ত্রী-এমপি,
মেয়র-চেয়ারম্যানদের
আয়ব্যয়ের হিসাব উন্মুক্ত
রাখার আইন করো।

আমার ভোটে রাজা-উজির,
আমার কাছে
জবাবদিহির আইন চাই।

কোনো মতের দাস নয়,
চাই সকল মতের নির্যাস।

ভোট দিয়ে রাজা বানানো নয়,
দুই বারের বেশী কেউ
প্রেসিডেণ্ট-প্রধানমন্ত্রী নয়।

যে কোনো বাহিনী খুন করলে
স্বাধীন তদন্ত করতে হবে!
স্বাধীন তদন্তের আইন চাই!

শুধু মারামারি আর
জমাজমির বিষয় নয়,
আইন হলো রাষ্ট্রের সাথে
জনগণের বোঝাপড়ার দলিল।

চুরিচামারী, লুটপাটের
আইন বদলাও,
উৎপাদনে সহায়ক
আইন বানাও।

ভোট পচার নির্বাচন নয়,
ভোটের অনুপাতে সীট চাই।

কোর্ট-কাচারীর
অবিচার দূর করো,
বিচারের আইন পাল্টাও।

শুধু সরকার বদলের নির্বাচন নয়,
আইন-কানুন-সংবিধান সংস্কারের
গণপরিষদ নির্বাচন চাই।

পরের চোখে আমার মানুষ
দেখা নয়, আমার চোখে
আমার মানুষ দেখা চাই।

কারণে-অকারণে বিভক্তি নয়,
স্বাধীনতার চেতনা হলো
ন্যায়ভিত্তিক সমাজের পথে ঐক্য।

শুধু সরকার বদলের নির্বাচন নয়,
আইন-কানুন-সংবিধান সংস্কারের
গণপরিষদ নির্বাচন চাই।

One thought on “স্লোগান – ফেস্টুন

  1. সৃজনশীল শ্লোগান।
    প্রায় প্রতিটি ভাল লাগল।
    আমি আছি তোমাদের সাথে মজলুম মানুষের মুক্তির আন্দোলন (“মা” )কে নিয়ে।
    আমার শ্লোগান :
    আমাদের সন্তান বাঁচে দুধে ভাতে
    এই নিয়ে আমি যাব মজলুম মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *