বাংলাদেশ ভূখণ্ডে রাষ্ট্র ও সরকার গঠন বিষয়ক নির্বাচন– একটি প্রাথমিক আলোচনা

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাসহ অপরাপর রাষ্ট্রীয় অবকাঠামো বহাল আছে। তথাপি এখানে নাগরিকের ভোটাধিকার নিশ্চিত নয়। বাংলাদেশ রাষ্ট্রের সকল ক্ষমতা একব্যক্তিতে ন্যস্ত। এই গোড়ার গণ্ডল ঠিক না করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে না। বর্তমান প্রবন্ধে বাংলাদেশের গণতান্ত্রয়ন প্রক্রিয়ার অনিবার্য অনুষঙ্গ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কতগুলো প্রস্তাব পেশ করা হয়েছে।

নির্বাচনে সবার ‘বিজয়’ সম্ভব

বাংলাদেশে অনানুষ্ঠানিক আলোচনায় অনেক নাগরিক নির্বাচনী ব্যবস্থার সংস্কার চান। নির্বাচনী আগ্রহের চলতি জাতীয় মুহূর্তে সেই লক্ষ্যে সংলাপ শুরু করা যায়। কারণ, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় মৌলিক গলদ রয়েছে।