![](https://rashtrochinta.org/wp-content/uploads/2020/08/Blog-materials-1-300x169.png)
‘মদিনা’ থেকে উদ্ধৃতাংশ: নিরাপদ সড়ক আন্দোলন
শিশু - কিশোরদের আন্দোলন আমাদের শেষবারের মতো স্মরণ করিয়ে দিয়েছে যে একাত্তরের পর যে বাংলাদেশটা গড়ে উঠেছিল, তার একটা শেষ সময় হাজির হয়ে গেছে। আখেরাত তো সেই সময় যখন মহাসংকট এসে যাবে এবং যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে।