গত ৪ মে সোমবার রাজধানীতে র্যাব-৩ পরিচয়ে অনলাইন এক্টিভিস্ট মুশতাক আহমেদকে এবং পরের দিন (৫ মে) দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি ও রাষ্ট্রচিন্তার দিদারুল ভুঁইয়া ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নিজ নিজ বাসা থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ সময়ে তাঁদের কম্পিউটারের সিপিইউ, ল্যাপটপ, বাসার সিসিটিভি সরঞ্জাম কোন তালিকা প্রদান ছাড়াই জব্দ করে নিয়ে যায়।
মুশতাক আহমেদ রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে সমালোচনামূলক লেখালেখি করতেন। দিদারুল ভুঁইয়া অনলাইনে লেখালেখির পাশাপাশি করোনা সংকটের সময়ে শ্রমজীবী মানুষকে সহায়তা দিচ্ছিলেন। আর আহমেদ কবির কিশোর ফেসবুকে কার্টুন আঁকতেন।
বিভিন্ন পত্রিকার ৬ মে ২০২০ তারিখের অনলাইন সংস্করণ মারফত সর্বশেষ জানা যায়, করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট কবির কিশোর ও মুশতাক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। রমনা থানায় র্যাব-৩ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে এই দু’জনের বিরুদ্ধে । এই মামলায় আরো ১০-১২ জনকে আসামী করা হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা হচ্ছে।
ডিএমপির রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান বরাতে পত্রিকাগুলো নিশ্চিত করেছে – মঙ্গলবার (৫ মে) রাতে র্যাবের করা মামলায় কিশোর ও মুশতাক আহমেদকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য সারওয়ার তুষার থানা থেকে ফিরে এসে জানিয়েছেন, দিদারুল ভূঁইয়া সহ আরো কয়েকজনের নামে মামলা হলেও দিদারুল ভূঁইয়াকে এখনো রমনা থানায় আনা হয়নি। তাকে কীভাবে পাওয়া যাবে এই প্রশ্নের জবাবে, মামলার তদন্তকারী কর্মকর্তা কিছুই জানাতে পারেননি, বরং তিনি বলেছেন, দিদারুল ভূঁইয়াকে রমনা থানায় না পাওয়া গেলে তাকে ‘পলাতক’ ধরে নেয়া হবে।
মামলা দায়েরের পরেও রমনা থানায় হস্তান্তর না করা এবং দিদারের অবস্থান সম্পর্কে কোনো তথ্য না দেয়ার মানে হলো – দিদার এখনো ঝুঁকির মধ্যে আছে এবং সার্বিকভাবে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে বা হয়নি এরকম সবার নিরাপত্তাহীনতার আশংকা করছি আমরা।
প্রায় ২ মাস নিঁখোজ থাকার পরে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ফিরে আসার পরদিন থেকে গ্রেফতারী পরোয়ানা ছাড়া সাদা পোশাকধারীদের দ্বারা তুলে নিয়ে যাবার অনেকগুলো ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। মনে রাখা দরকার, এমন একটা সময় দিদারুলকে নিয়ে যাওয়া হলো, যখন দরিদ্র, নিরন্ন মানুষকে ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত ছিলেন এবং নিয়মিতভাবে ঢাকা শহরের অনেক মানুষের সেহরীর ব্যবস্থা করছিলেন। এটা আরো নির্মম যে, উঠিয়ে নিয়ে যাওয়ার সময় দিদার নিজ স্ত্রী-সন্তানদের সংগে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিলেন ।
আমরা অত্যন্ত উদ্বেগ ও আতংকের সাথে লক্ষ করছি যে, করোনাকালীন এই পরিস্থিতিতেও বাংলাদেশ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুম, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড এবং মৌলিক অধিকার হরণের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং তা এই সময়ে আরো জোরালো হয়েছে গুজব দমনের নামে। যেমনঃ গত ৫ মে দুপুরে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার থেকে মোমেন প্রধানকে গ্রেফতার করা হয়েছে, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর হাসান মনিরের কাঁচা ধান কাটার ভিডিও ফেসবুকে শেয়ার করার “অপরাধে” । একইভাবে গত ১৫ মার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর গ্রামে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সরকারি কলেজের শিক্ষক মোতাহার হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। চলতি মাসেই এ পর্যন্ত কমপক্ষে ৫ জন সংবাদকর্মীকে ডিজিটাল আইনে গ্রেফতার করা হয়েছে। ভিন্নমতের নেতা-কর্মী, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার গতি যেন কিছুতেই কমছেনা।
ইতোমধ্যে করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার কারণে তিনজন সরকারি কলেজের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে করোনাসংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশের কারণেও তদন্ত চলছে। অনেক চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আবার গত ১০ মার্চ তারিখে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হওয়ার ৫৩ দিন পরে তাঁকে যশোরের বেনাপোল সীমান্তে পাওয়া যাওয়ার পরে ৫৪ ধারায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
আইন প্রয়োগকারি সংস্হার হাতে এধরনের গুম, অপহরণ, হেফাজতে নির্যাতন এবং অনেকক্ষেত্রে বিচারবহির্ভুত হত্যার অভিযোগ ক্রমাগত স্বাভাবিক হয়ে যাওয়ার প্রবণতায় আমাদের রাষ্ট্রে আইনের নাজুক শাসন ও নিয়মিত অপব্যবহার এবং মানবাধিকার লংঘনের ঘটনায় আমরা ভীষণ আশংকাগ্রস্ত এবং বিক্ষুব্ধ।
আমরা আশা করি, অনতিবিলম্বে সরকার দায়িত্বশীল হবে এবং দিদারুল ভূঁইয়া সহ এখন পর্যন্ত নিখোঁজ হওয়া সবাইকে জনসমক্ষে উপস্থিত করবে এবং সুস্থ অবস্থায় তাঁদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
সবকিছু বিবেচনায় আমরা দাবি তুলছিঃ
১। অবিলম্বে দিদারুল ভুঁইয়াকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় ফেরত চাই।
২। মোতাহার হোসেন, মাইকেল চাকমাসহ এযাবৎ গুম হওয়া সকল ব্যক্তির সন্ধান চাই।
৩। শফিকুল ইসলাম কাজল, মুশতাক আহমেদ, আহমেদ কবির কিশোর, মোমেন প্রধানের নামে হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি চাই।
৪। অনলাইনে ও মিডিয়ায় মত প্রকাশের দায়ে গ্রেফতারকৃত সকলের মুক্তি চাই।
৫। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ রাষ্ট্রীয় সন্ত্রাসের অবসান চাই, সকল নাগরিকের নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই।
৬। নিবর্তনমূলক জনবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বাতিল চাই।
সংহতি ই- স্বাক্ষর করেছেন:
১। সামিনা লুৎফা, শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২। আনু মুহাম্মদ, শিক্ষক, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়
৩। সায়েমা খাতুন, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪। সৈয়দ ফায়েজ আহমেদ, সাংবাদিক, নিউ এজ এবং গবেষক
৫। অনুপম সৈকত শান্ত, প্রকৌশলী ও লেখক
৬। মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আহবায়ক, করোনাদূ্র্গত সহযোগিতা কেন্দ্র
৭। আব্দুল মমিন, অফিস ও দপ্তর সম্পাদক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন
৮। রেজ্জাকুল চৌধুরী, Administrative Manager, NYC Dept. of Correction. Former Professor of Political Science. Former adjunct professor of Business Management.
৯। শান্তনু সুমন, সাবেক সভাপতি, ছাত্র গণমঞ্চ
১০। শামীম আরা নীপা , এক্টিভিস্ট
১১। শহীদুল ইসলাম সবুজ। রাজনৈতিক কর্মী/ ট্রেড ইউনিয়ন সংগঠক/ এক্টিভিস্ট
১২। মোকাররম রানা, শিক্ষার্থী
১৩। নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৪। মাসুদ খান, রাজনৈতিক কর্মী
১৫। খালেদ মোশারফ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী
১৬। ইকবাল কবীর, সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী
১৭। ইরফানুর রহমান রাফিন, কবি ও অনুবাদক
১৮। জাকি সুমন, সাবেক সহ আহ্বায়ক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।
১৯। শ্রবণা শফিক দীপ্তি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০। তিথি রাণী, শিক্ষার্থী, মহসিন কলেজ।
২১। সারোয়ার তুষার, সদস্য, রাষ্ট্রচিন্তা।
২২। মমিনুর রহমান মমিন, সংগঠক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম
২৩। ABM Moniruzzaman Masum, Migrant Workers Solidarity Center, Coordinator.
২৪। Zobaida nasreen, associte professor, department of anthropology, du
২৫। সিউতি সবুর, নৃবিজ্ঞানী
২৬। ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি
২৭। ফাহমিদুল হক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮। নাঈমা খালেদ মনিকা, ইনচার্জ, বাসদ (মার্কসবাদী), ঢাকা নগর শাখা
২৯। শহিদুল আলম, আলকচিত্রী ও লেখক
৩০। আসমা আক্তার, সভাপতি, গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি
৩১। জয়দীপ ভট্টাচার্য, সংগঠক, বিজ্ঞান চর্চা কেন্দ্র
৩২। মাসুদ রানা, সমন্বয়ক, প্রগতিশীল ছাত্র জোট ও সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
৩৩। জহিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন
৩৪। রুশাদ ফরিদী, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৫। রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
৩৬। সীমা দত্ত, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র
৩৭। Professor Robaet Ferdous, Dhaka university
৩৮। অরূপ রাহী, সংগীতশিল্পী , লেখক
৩৯। বাকী বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী
৪০। মাহমুদুল সুমন, অধ্যাপক, জাহাাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪১। রাজেকুজ্জামান রতন, সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
৪২। ফরিদা আখতার, নারী আন্দোলন কর্মী
৪৩। মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪৪। আল আমিন শেখ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখা
৪৫। জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবি, সুপ্রিমকোর্ট
৪৬। শারমিন রহমান, রাজনৈতিক কর্মী
৪৭। মুনেম ওয়াসিফ, শিল্পী, শিক্ষক, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সিটিউট
৪৮। Lutfur Rahman, Retired Professor of BAU
৪৯। সাইফুজ্জামান সাকন, প্রাক্তন সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
৫০। মোশাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫১। Syeda rizwana hasan, Advocate, supreme court
৫২। হিয়া ইসলাম, শিক্ষক, ইউল্যাব
৫৩। কল্লোল মোস্তফা, প্রকৌশলী ও লেখক
৫৪। আজফার হোসেন, অধ্যাপক, গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি, মিশিগান, ইউ এস এ
৫৫। ইন্দ্রানী ভট্টাচার্য, ইনচার্জ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র
৫৬। কৌশিক আহমেদ, ব্লগার
৫৭। চৈতী আহমেদ, প্রধান সম্পাদক, নারী.নিউজ
৫৮। মোস্তাকিম বিল্লাহ মাসুম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৯। Parsa S. Sajid, Writer
৬০। মাহবুব সুমন, প্রকৌশলী
৬১। রঞ্জন কুমার দে, সম্পাদক, বাংলাদর্পন ডট কম
৬২। মো. মহসীন, শিক্ষক
৬৩। শৈলী আখন্দ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৪। বীথি সপ্তর্ষি, লেখক ও সাংবাদিক
৬৫। আতিফ অনিক, সভাপতি, জাতীয় কমিটি, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন
৬৬। ইমরান ইমন, সদস্য, রাষ্ট্রচিন্তা
৬৭। মাহমুদুল হুসাইন ইশাদী, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৮। নাজিফা তাসনিম খানম তিশা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৯। আয়নুল হক, উত্তরা, ঢাকা, বাংলাদেশ
৭০। মো.মহসীন, সদস্য, রাষ্ট্রচিন্তা
৭১। খোইরোম কামেশ্বর, প্রকৌশলী
৭২। রায়হান কবীর, আইনজীবী, জজ কোর্ট, রংপুর, সদস্য, রাষ্ট্রচিন্তা, রংপুর ইউনিট
৭৩। নাজনীন শিফা, পি এইচ ডি গবেষক, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
৭৪। ফারুক ওয়াসিফ, লেখক
৭৫। মো. আবির হোসেন তিলক, শিক্ষার্থী
৭৬। সুস্নিগ্ধ মোহন্ত, শিক্ষার্থী
৭৭। জাকারিয়া হোসাইন, অনলাইন এক্টিভিস্ট, ছাত্রনেতা, বিপ্লবী ছাত্র মৈত্রী
৭৮। তানভীর আকন্দ, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭৯। সামি আব্দুল্লাহ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮০। বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন–সুশাসনের জন্য নাগরিক
৮১। Sohail Mahbub, Business executive
৮২। মো. আরিফ আল আমিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮৩। মোঃ নাজমুল হুদা , শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮৪। Fatema Ria, Undergraduate student, Department of Law, Rajshahi University
৮৫। বরকত উল্লাহ মারুফ, যুগ্ম-পরিচালক, গবেষণা ও মিডিয়া, কোস্ট ট্রাস্ট
৮৬। বখতিয়ার আহমেদ, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৮৭। কবিতা চাকমা, স্থপতি ও গবেষক
৮৮। তাসফিয়া তানজিম আহমেদ প্রমা, শিক্ষার্থী, ব্র্যাক ইউনিভার্সিটি
৮৯। রেজাউর রহমান লেনিন, গবেষক এবং মানবাধিকার কর্মী
৯০। Saddam H Shadhin, Activist
৯১। প্রগতি বর্মণ তমা, সাধারণ সম্পাদক,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
৯২। জাকারিয়া হোসাইন, অনলাইন এক্টিভিস্ট, কর্মী, বিপ্লবী ছাত্র মৈত্রী
৯৩। তানভীর আনজুম তুষার, সমাজ ও মানবাধিকার কর্মী
৯৪। আরিফুর রহমান, ব্লগার এক্টিভিস্ট, লন্ডন
৯৫। সুস্মিতা পৃথা, সাংবাদিক ও গবেষক
৯৬। রওশন জামিল চৌধুরী, ফ্রিল্যান্স সাংবাদিক/অনুবাদক
৯৭। খান আশরাফ আলিফ, HCI Researcher, A3 Robotics
৯৮। সহুল আহমদ, লেখক ও গবেষক, সদস্য রাষ্ট্রচিন্তা
৯৯। হেলাল মহিউদ্দীন, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
১০০। অমল আকাশ, সভাপতি, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ
১০১। মুনিফা হক, শিক্ষার্থী
১০২। সাদিয়া ইসলাম, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১০৩। কল্লোল মোদক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যাল
১০৪। তিন্নি রানী মোদক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১০৫। এ কে এম মারুফুল হক, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১০৬। রেজাউর রহমান লেনিন, গবেষক এবং অধিকার কর্মী
১০৭। ফখরুদ্দিন কবির আতিক, সদস্য, কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি, বাসদ(মার্কসবাদী)
১০৮। আহমেদ ইয়াসীর আবরার ইফাজ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
১০৯। Audity Falguni, Poet, writer and translator
১১০। কমরেড রিপন আহমেদ গাজী, বাসদ (মার্কসবাদী) যশোর জেলা কমিটির সদস্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য
১১১। রোকন রকি, লেখক ও অনুবাদক
১১২। উমর ফারুক, শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
১১৩। গীতি আরা নাসরীন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
১১৪। মাসউদ ইমরান মান্নু, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়
১১৫। নাফিদা নওরীন, সদস্য, রাষ্ট্রচিন্তা
১১৬। আবিয়ার রহমান, ব্যাংকার
১১৭। তন্ময় সান্যাল, সম্পাদক, লিটল ম্যাগাজিন পোস্টকার্ড
১১৮। সুমন রহমান, কবি, লেখক, শিক্ষক
১১৯। সাদিকা রুমন, লেকক
১২০। ফেরদৌস আরা রুমী, উন্নয়ন কর্মী
১২১। সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, সদস্য রাষ্ট্রচিন্তা
১২২। মাহবুব আলম রুবেল, সম্পাদক, ক্রান্তিকাল ডট কম
১২৩। বীথি ঘোষ, সাংস্কৃতিক কর্মী, সমগীত
১২৪। আহমেদ স্বপন মাহমুদ, কবি, গবেষক, মানবাধিকার কর্মী।
১২৫। মাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৬। রোজীনা বেগম, গবেষক, দৃক
১২৭। Kazi S. Farid, Associate Professor, Bangladesh Agricultural University
১২৮। শাবা মঙ্গল, সুরকার সঙ্গীত পরিচালক
১২৯। মুয়ীয মাহফুজ, লেখক, সংগীতশিল্পী
১৩০। আকাশ মালিক, ব্লগার ও লেখক
১৩১। ডালিয়া চাকমা, সদস্য, রাষ্ট্রচিন্তা
১৩২। পারভেজ আলম, লেখক, একটিভিস্ট
১৩৩। নজরুল ইসলাম, কলেজ শিক্ষক ও সংগঠক, করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্র
১৩৪। লীসা গাজী, সংস্কৃতি কর্মী
১৩৫। উলুলঅন্তর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩৬। এম জে ফেরদৌস, লেখক ও সাংবাদিক, বার্তা২৪.কম
১৩৭। লুবনা সুলতানা, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১৩৮। অর্ক সুমন, সঙ্গীতকর্মী-“গানের দল ও কৃষ্ণকলি” এবং “সমগীত”
১৩৯। মিজানুর রহমান, জনস্বার্থ কর্মী
১৪০। Faiz Ahmad Taiyeb, Technical Architect, Vodafone Netherlands
১৪১। অপরাজিতা সংগীতা, চলচ্চিত্র পরিচালক এবং মানবাধিকার কর্মী
১৪২। রেহনুমা আহমেদ, লেখক
১৪৩। সুদীপ্ত দে, ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪৪। মিতা মেহেদী, চিত্রশিল্পী
১৪৫। শোভন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি
১৪৬। রায়হান রাইন, অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪৭। ইশরাত শিউলি, সংস্কৃতি কর্মী
১৪৮। আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল), সম্পাদক ও প্রকাশক, শুদ্ধস্বর(www.shuddhhashar.com)
১৪৯। সাদমান সাকিব, লেখক, অনুবাদক ও অ্যাক্টিভিস্ট
১৫০। তাসফিয়া হাবিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫১। মরিয়ম আক্তার, শিক্ষার্থী,তেজগাঁও কলেজ,সদস্য,নারীপক্ষ।
১৫২। Md Sifatul Islam Pranto, Member Rastro cinta
১৫৩। মনযূরুল হক, নির্বাহী সম্পাদক, পুনর্পাঠ (শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতির ত্রৈমাসিক)
১৫৪। আব্দুল্লাহ করিম নয়ন, ইঞ্জিনিয়ার
১৫৫। মাহমুদ ফাইয়াজ, তড়িৎ প্রকৌশলী, General Electric
১৫৬। তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক, আমাদের পাঠশালা
১৫৭। শশাঙ্ক বরণ রায়, সাধারণ নাগরিক
১৫৮। সৈকত মল্লিক, শ্রমিক অধিকার কর্মী ও কেন্দ্রীয় সংগঠক, গণসংহতি আন্দোলন
১৫৯। নাফিসা তানজীম, সহকারী অধ্যাপক, গ্লোবাল স্টাডিজ অ্যান্ড উইমেন, জেন্ডার, অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ, লেযলি ইউনিভার্সিট, যুক্তরাষ্ট্র
১৬০। সাঈদ ফেরদৌস, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৬১। রণজিৎ মজুমদার, কোষাধ্যক্ষ, আমাদের পাঠশালা
১৬২। রেবেকা নীলা, সংস্কৃতিকর্মী, সমগীত সংস্কৃতি প্রাংগণ
১৬৩। আন্তনী রেমা, সদস্য, মাদল
১৬৪। গোলাম মোস্তফা, সভাপতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ।
১৬৫। রাতুল বারী, সদস্য, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ
১৬৬। সা. হা. ম. সাদিক রেজা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন
১৬৭। জান্নাতুল ফেরদাউস পপি, রাজনৈতিক কর্মী
১৬৮। নাঈমুল ইসলাম নয়ন, সদস্য রাষ্ট্রচিন্তা ঢাকা ইউনিট
১৬৯। মেহেদী হাসান সুমন, পরিবেশ ও কৃষি কর্মী
১৭০। জাহিদ হাসান (তাহসিব), প্রকাশকঃ রাজনীতি প্রতিদিন, সহসভাপতিঃ বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন, প্রকাশকঃ বুক-মেকার প্রকাশনী বাংলাদেশ লিমিটেড
১৭১। কাজী জাহেদইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
১৭২। আয়েশা আক্তার জয়া, সম্পাদক ও প্রকাশকঃ হাতে খড়ি (www.hate-khori.com)
১৭৩। মশিউর রহমান, শিক্ষার্থী, ইউল্যাব
১৭৪। ইমদাদ হোসেন, ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭৫। আহসান হাবীব, স্বেচ্ছাসেবী
১৭৬। শাহিনুল ইসলাম, শিক্ষক/ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগাং
১৭৭। অভিমিতা শ্যাম, সাবেক সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা
১৭৮। রহমত আলী, কৃষক
১৭৯। ফিরোজ আহমেদ, রাজনৈতিক পরিষদ সদস্য, গণসংহতি আন্দোলন
১৮০। তাসলিমা আখতার, রাজনীতিক পরিষদ সদস্য, গণসংহতি আন্দোলন
১৮১। মোহাইমিন লায়েছ, গবেষক
১৮২। রফিউর রাব্বি, সংস্কৃতি সংগঠক
১৮৩। জাহিদুর রহমান, সাংবাদিক, দৈনিক মানবজমিন
১৮৪। সায়দিয়া গুলরুখ, গবেষক ও সাংবাদিক
১৮৫। মোর্শেদা আক্তার মীম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮৬। সাদ্দাম হোসাইন, শিক্ষার্থী, ক্যাপিটাল ইউনিভার্সিটি অব ইকোনোমিকস এ্যান্ড বিজনেস, চীন
১৮৭। Reetu Sattar, Artist
১৮৮। জাভেদ কায়সার, সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি, সিলেট!
১৮৯। শহিদ শিমুল, রাজনৈতিক কর্মী, গণসংহতি আন্দোলন
১৯০। সুস্মিতা সবুর, শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ।
১৯১। সাইফুদ্দিন তারেক, ব্যবসায়ী,প্রোপাইটর চেরী ইন্টারন্যাশনাল
১৯২। মনজুর আলম মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি।
১৯৩। তপন মাহমুদ, শিক্ষক, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
১৯৪। মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য, গণসংহতি আন্দোলন।
১৯৫। মোঃ মনিরুজ্জামান, পেশাঃ বেসরকারি চাকুরী। ঠিকানাঃ কালিহাতি, টাংগাইল।
১৯৬। হানিফ মোল্লা, লেখক
১৯৭। রাজীব নন্দী, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৯৮। মুহাম্মদ জাওয়াদ হোসাইন, শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৯৯। সুপ্রীতি ধর, প্রতিষ্ঠাতা সম্পাদক, উইমেন চ্যাপ্টার
২০০। শফি উদ্দিন কবির আবিদ, সদস্য সচিব,বাসদ(মার্কসবাদী),চট্টগ্রাম জেলা শাখা
২০১। Mita Chowdhury, Actor
২০২। সানজিদুল আহমেদ, প্রজা, বাংলাদেশ
২০৩। সুইমং চিং মারমা, সাবেক আদিবাসী ছাত্র নেতা ও উন্নয়ন কর্মী
২০৪। Arnab Siddiki, Student, Jahangirnagar University
২০৫। Mynul Wadud, IT Business Analyst
২০৬। আহনাফ অর্ক, শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
২০৭। আহমেদ বাবলু, লেখক / সংস্কৃতি কর্মী
২০৮। শ্যামলী, আক্তার,স্টুডেন্ট
২০৯। আবিদা ফেরদৌসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২১০। সালমা আবেদিন পৃথি, আলোকচিত্রী
২১১। দীপ্তি দত্ত, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২১২। মোস্তাফিজার রহমান, বেসরকারি চাকুরীজীবি।
২১৩। Shapan Adnan, Professorial Research Associate, SOAS, University of London
২১৪। জসীম উদ্দীন, আহ্বায়ক, বাসদ (মার্কসবাদী), ফেনী শহর শাখা।
২১৫। সোমা সরকার, শিক্ষার্থী
২১৬। ফারহান হাবীব, সহ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শান্তিনগর শাখা
২১৭। কুদরত ই খুদা, সংস্কৃতি কর্মী
২১৮। Fahim Alam, student/mirpur college
২১৯। প্রিয়াংকা রায়চৌধুরী, গৃহিণী
২২০। জোবেদা আক্তার কচি, শিক্ষক, ফেনী বালিকা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়
২২১। স্বপ্নীল চৌধুরী, শিক্ষার্থী
২২২। মিঠু মোহাম্মদ, রাজনৈতিক কর্মী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
২২৩। মাহতাব উদ্দীন আহমেদ, বাংলাদেশের একজন নাগরিক
২২৪। আখতারুজ্জামান আজাদ, লেখক
২২৫। ইভান তাহ্সীব, সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ফেনী শহর শাখা।
২২৬। তৃষ্ণা সরকার, সংস্কৃতি ও উন্নয়নকর্ম, উদ্দ্যোক্তা, ঋদ্ধ ফাউন্ডেশন
২২৭। রিহাত জাহান বেনজীর, চাকরিজীবি/পপুলেশন কাউন্সিল
২২৮। আরিফ আব্দুল্লাহ, সংস্কৃতি কর্মী
২২৯। Sara Hossain, Advocate, Supreme Court of Bangladesh
২৩০। Khalid Moinuddin, Professor, Victoria University, Australia
২৩১। ইরফানুর রহমান রাফিন, কবি ও অনুবাদক।
২৩২। হাসান সিদ্দিক, শিক্ষক, শিশুতীর্থ বিদ্যালয়।
২৩৩। খালিদ ইমদাদ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৩৪। Wakilur rahman, Freelance artist
২৩৫। ইয়াছিন শরীফ, শিক্ষার্থী
২৩৬। মুশাররাত শর্মি হোসেন, শিক্ষক, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
২৩৭। শেখর রায়, সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী), ময়মনসিংহ জেলা শাখা
২৩৮। সিয়াম, ছাত্র, চট্টগ্রামবিশ্ববিদ্যালয়
২৩৯। আরিফ সনেট, চলচ্চিত্র আন্দোলন কর্মী
২৪০। ইয়াসির আরাফায় বর্ণ, শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২৪১। Prof.Dr.Mohammad Kamrul Ahsan, Dept. of Philosophy , Jahangirnagar University
২৪২। অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৪৩। মুয়ীয মাহফুজ, কবি ও সংগীতশিল্পী
২৪৪। ওয়াসি উদ্দিন, চাকুরী জীবি
২৪৫। আরশাদ উল্লাহ্, মাইক্রোবায়োলজিষ্ট, গবেষক এবং লেখক।
২৪৬। রাসেল আহমেদ, লেখক
২৪৭। অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক ,পরিবেশ বিজ্ঞান বিভাগ ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৪৮। ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী, শিক্ষার্থী, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২৪৯। মোহাম্মদ শোয়াইব, সদস্য বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,ফেনী।
২৫০। শারমিন শামস্, প্রকাশক ও সম্পাদক, ফেমিনিস্ট ফ্যাক্টর
২৫১। নয়ন সরকার, সংগঠক, বিজ্ঞান চর্চা কেন্দ্র, ফেনী শহর শাখা
২৫২। নয়ন পাশা, আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ফেনী শহর শাখা।
২৫৩। জাহিদুল ইসলাম নাহিদ, সংগঠক,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,ফেনী শহর শাখা
২৫৪। পংকজনাথ সূর্য, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ফেনী শহর শাখা
২৫৫। Kehkasha Sabah, Artist
২৫৬। ফারহা তানজীম তিতিল, সরকারি অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
২৫৭। মেহজাবিন ফেরদৌস, চাকরিজীবী/ ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
২৫৮। জামাল হায়দাড মুকগল, উপদেষ্টা, বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটহ।
২৫৯। আরিফুর রহমান তানভীর, ফ্রীল্যান্স চলচ্চিত্র কর্মী
২৬০। মোবাশ্বার হাসান, গবেষক।
২৬১। Perween Hasan, Central Women’s University, Dhaka
২৬২। দেবযানী মোদক, সমাজকর্মী
২৬৩। মোঃ সাইফুল আজম, স্টুডেন্ট
২৬৪। ইমতিয়ার শামীম, লেখক
২৬৫। আসিফ জামান, শিক্ষার্থী, ULAB
২৬৬। মোশাররাফ হোসেন, সদস্য, সিপিবি
২৬৭। রাজীব নূর, লেখক-সাংবাদিক
২৬৮। আরফান আহমেদ, দৃশ্য শিল্পী
২৬৯। রিপন সাহা, শিল্পী ও অনলাইন ফ্রীলেন্সার।
২৭০। জামাল হায়দার মুকুল, উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি।
২৭১। মালেক হোসাইন, চাকরিজীবী
২৭২। আরাফাত সাদ, কর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
২৭৩। অতনু মুখার্জী, সেচ্ছাসবী কর্মী
২৭৪। সুমাইয়া আক্তার, চাকুরীজীবি
২৭৫। মোঃ মোক্তার আহাম্মেদ, চাকুরিজীবী
২৭৬। Mohammed Shayem, Bangladesh Sramik Kormocari Federation, Organizer, Feni, Chattogram, Bangladesh.
২৭৭। মাহা মির্জা, গবেষক ও লেখক
২৭৮। মোঃ আবু রায়হান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৭৯। আনোয়ার হোসেন হৃদয়, শিক্ষার্থী, ফেনী সরকারী কলেজ।
২৮০। সিরাজুল ইসলাম চৌধুরী, এমিরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮১। আনোয়ার হোসেন হৃদয়, শিক্ষার্থী, ফেনী সরকারী কলেজ
২৮২। অলিউর সান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৮৩। আব্দুল্লাহ রায়হান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৮৪। হুমায়রা ফাইরুজ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮৫। মোঃ মাইনুল হোসেন, ছাত্র, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়
২৮৬। কাবেরী গায়েন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, লেখক
২৮৭। নাসরিন সিরাজ, নৃবিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতা
২৮৮। অনিমেষ রায়, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
২৮৯। খুশী কবির, অধিকার কর্মী
২৯০। মোঃ যাবেদ, ফ্রিল্যান্স
২৯১। মু. কামরুল হাসান, সহ প্রতিষ্ঠাতা, আমার পাঠশালা
২৯২। সামিউল আলম, সদস্য সচিব, জাতীয় মুক্তি কাউন্সিল, চট্টগ্রাম জেলা।
২৯৩। গৌরাঙ্গ হালদার, লেখক, অনুবাদক
২৯৪। মিখা পিরেগু, সভাপতি, ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ
২৯৫। ইশরাত জাহান ঊর্মি, সাংবাদিক
২৯৬। প্রশান্ত মহারাজ, সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,ফেনী শহর শাখা
২৯৭। রাকিবুল ইসলাম, সদস্য সচিব, জাতীয় কমিটি ফ্রান্স শাখা
২৯৮। রাখাল রাহা, লেখক, আহ্বায়ক, শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন (শিশির)
২৯৯। রহমত উল্লাহ চৌধুরী সুজন, বাংলাদেশ যুব ইউনিয়ন, ফ্রান্স শাখা সহভাপতি
৩০০। অলিউর সান, সদস্য-সচিব, জাতীয় কমিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা
৩০১। মুনতাসির মনসুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩০২। মাকসুদুল হক, ব্যান্ডসঙ্গীত শিল্পী, মাকসুদ ও ঢাকা
৩০৩। চারু হক, সদস্য, রাষ্ট্রচিন্তা (গবেষক, লেখক, অ্যাক্টিভিস্ট)
৩০৪। নিরন চাকমা, প্রচার ও প্রকাশনা বিভাগ, ইউপিডিএফ
৩০৫। মোহাম্মদ রোমেল , ফিল্মমেকার, ওয়েব ম্যাগাজিন ‘বানান’ সম্পাদক ।
৩০৬। রুসাইয়াত নজরুল , স্থপতি
৩০৭। নাফিসা নাওয়ার তানহা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩০৮। মোঃ হুমায়ুন কবির , এক্টিভিস্ট ও উদ্যক্তা
৩০৯। মাহমুদুল হাসান, শিক্ষার্থী
৩১০। চারু বিকাশ ত্রিপুরা , সভাপতি, গ্রীন ভয়েস, খাগড়াছড়ি
৩১১। হাসান মারুফ রুমী , রাজনৈতিক পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা আহবায়ক, গণসংহতি আন্দোলন
৩১২। নাঈমুম সাকিব, শিক্ষার্থী, বিইউপি ও সম্পাদকমন্ডলীর সদস্য, মুক্তিফোরাম।
৩১৩। জাকারিয়া হোসাইন, গবেষক, গিটারিস্ট