প্রগতিশীলতা বনাম মৌলবাদ: বাংলাদেশের ‘বাইনারি’ রাজনীতি
সমস্যা হিসেবে বৈষম্যের ব্যপ্তি এবং শেকড় এত গভীরে যে এর কারন সুনির্দিষ্ট করতে থাকলে আসলে আরো কয়েক স্তর নীচে যাবে। এখন মোদ্দা কথায় আসি। মানে আমি যখন বিদ্যমান সমস্যা হিসেবে বৈষম্যকে চিহ্নিত করলাম তখন আমি তার কারনগুলো র্নিমূল করার চেষ্টা করব। আমার রাজনৈতিক বয়ান তখন সব ধরনের বৈষম্যের পিছনে কারনগুলোকে চিহ্নিত করে তাকে মোকাবিলা করার চেষ্টা করবে। আমার রাজনৈতিক বযানও ওইভাবে সাজানো হবে।