আজ (০৭/০৫/২০২০, বৃহস্পতিবার) সকাল ১১.৩০টায় রংপুর প্রেস ক্লাব চত্বরে রাষ্ট্রচিন্তা, রংপুর ইউনিট এর আয়োজনে ১) রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভুইয়া, কার্টুনিস্ট কিশোরসহ অবৈধভাবে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক...
গত ৪ মে সোমবার রাজধানীতে র্যাব-৩ পরিচয়ে অনলাইন এক্টিভিস্ট মুশতাক আহমেদকে এবং পরের দিন (৫ মে) দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি ও রাষ্ট্রচিন্তার দিদারুল ভুঁইয়া ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নিজ নিজ বাসা থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ সময়ে তাঁদের কম্পিউটারের সিপিইউ, ল্যাপটপ, বাসার সিসিটিভি সরঞ্জাম কোন তালিকা প্রদান ছাড়াই জব্দ করে নিয়ে যায়।