চিলিতে নেরুদার পুনর্জন্ম!
এ যেন নেরুদার পুনর্জন্ম! রাজনীতি জনগণের অংশগ্রহণ পেলে কবিতার মতোই বাঙময় হওয়ে ওঠে বৈকি!!
একটি রাষ্ট্রনৈতিক জার্নাল
এ যেন নেরুদার পুনর্জন্ম! রাজনীতি জনগণের অংশগ্রহণ পেলে কবিতার মতোই বাঙময় হওয়ে ওঠে বৈকি!!
লেখক: সারোয়ার তুষার চিলিতে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হয়েছে। শাসকের দুর্নীতি, রাষ্ট্রীয় নিপীড়ন, অর্থনৈতিক সংস্কার সহ অনেকগুলো দাবিতে ৩০ লক্ষ অধিবাসির শহরে ১০ লক্ষ মানুষের জমায়েত হয়েছে।...