গুম, অপহরণ বন্ধ কর: উদ্বিগ্ন নাগরিকবৃন্দ, চট্টগ্রাম এর বিবৃতি

নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর
দিদার, মুশতাক, কিশোরসহ আটক ও গ্রেফতারকৃতদদের মুক্তি ও ফেরত দাও

আমরা সংবাদমাধ্যমে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে ‘করোনা পরিস্হিতি নিয়ে সরকার ও সরকারী নীতিমালা’র সমালোচনা করাকে অপরাধ হিসেবে গণ্য করে পুলিশ ও র্যাব নিয়মিত মামলা ও আটক করেছে বেশ কয়েকজন নাগরিককে।এর মধ্যে রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া,মুশতাক আহমেদ,আহমেদ কবীর কিশোর এবং মোমেন প্রধান।গণমাধ্যমে পাওয়া সর্বশেষ খবর মতে,দিদারুল ইসলাম ভুইয়াসহ চারজনকে আজ সকালে, ৬ মে থানায় হস্তান্তর করা হয়েছে। দিদারুলকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ উক্ত নাগরিকদের অগণতান্ত্রিকভাবে আটক ও গ্রেফতারে তীব্র নিন্দা জানাচ্ছি।  আটক ও গ্রেফাতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবী জানাচ্ছি। একইসাথে উল্লেখ করতে চাই,সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে। করোনা পরিস্হিতি সরকার প্রথম থেকেই সামাল দিতে ব্যর্থ হচ্ছে।এটা কারো নিকট অপরিস্কার ছিলো না।তাতে সরকার ও সরকারী নীতিমালার সমালোচনা করা যাবেনা–এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়।ফ্যাসিস্ট ব্যবস্হায় এটা হয়ে থাকে।তাতে এই কথাটি আমরা দ্বিধাহীনভাবে বলতে পারি, বর্তমান সরকার নাগরিকদের কন্ঠ রুদ্ধ করতে, চিন্তার স্বাধীনতার অধিকার কেড়ে নিতে যে সকল আইন করেছে সেগুলো সম্পূর্ণ অগতান্ত্রিক এবং ফ্যাসিস্ট আইন।নাগরিক হিসেবে আমরা এই আইনগুলোর বিরুদ্ধে।আমরা স্বাক্ষরকারী নাগরিকগণ,অবিলম্বে দিদারুল ভূঁইয়া, কার্টুনিস্ট কিশোর, মুশতাক আহমেদ,আহমেদ কবীর কিশোর এবং মোমেন প্রধানের নিঃশর্ত মুক্তি দাবী করছি এবং একই ডিজিটাল নিরাপত্তা আইনসহ ফ্যাসিস্ট আইন বাতিলের দাবী জানাচ্ছি।

স্বাক্ষরকারীগণ:

খোরশেদ আলম, প্রকৌশলী সদস্য গনসংহতি আন্দোলন।
সোমেন দাস, প্রকৌশলী, রাজনৈতিক কর্মি।
মোস্তাফা ইউচুফ, সাংবাদিক।
সুজিত চন্দ্র সাহা , কবি, সাংবাদিক।
রনি ইসলাম, আর্টিস্ট।
মাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আর রাজীঃ অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মোহম্মদ আমির উদ্দীন,অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সুবর্ণা মজুমদার, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সায়মা আলম,সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জান্নাতুল ফেরদৌস পপি, সংগঠক, উদ্বিগ্ন নাগরিকবৃন্দ,চট্টগ্রাম
রোজীনা বেগম, গবেষক,দৃক
সুশান্ত বড়ুয়া, চিকিৎসক
ভুলন ভৌমিক, আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্ট
আমীর আব্বাস, আইনজীবী,চট্টগ্রাম জজ কোর্ট
ফাহিম শরিফ খান, এডভেকেট, চট্টগ্রাম জজ কোর্ট।
সাহাদাৎ হোসেন মানিক, এডভোকেট, চট্টগ্রাম জজ কোর্ট
ফরহাদউদ্দীন, এডভোকেট, চট্টগ্রাম জজ কোর্ট
শফিউদ্দীন কবির আবিদ,আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্ট
শায়রা ইয়াসমিন, আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্ট
বিশুময় দেব,আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্ট
সৈকত দে,কবি
সামিউল আলম রিচি,মুক্তি কাউন্সিল,চট্টগ্রাম
শৈবাল চৌধুরী,নির্বাহী পরিচালক,চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র
অপূর্ব নাথ, রাজনৈতিক কর্মী সদস্য গনসংহতি আন্দোলন
নাসির জোশি, রাজনৈতিক সদস্য, গনসংহতি আন্দোলন
শহিদ শিমুল, রাজনৈতিক কর্মি , সদস্য গনসংহতি আন্দোলন
মো: মহিউদ্দীন, রাজনৈতিক কর্মী।
আহমদ জসিমঃকথা সাহিত্যিক
ফরহাদ জামান জনি, রাজনৈতিক কর্মী, সদস্য গনসংহতি আন্দোলন
সওকত আলী, রাজনৈতিক কর্মী , সদস্য গনসংহতি আন্দোলন
তাজ নাহার রিপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
আতিক রিয়াদ, ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি।
মোরশেদ আলম,বিজ্ঞানচেতনা পাঠাগার চট্টগ্রাম
শোভন দাশ,সেক্রেটারি, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম
মাসুদ জাকারিয়া,গবেষক,রাজনীতিক।
কাজী আরমান,ছাত্র ফেডারেশন চট্টগ্রাম।
স্বপন ইসলাম,যুগ্ম আহবায়ক, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি, চট্টগ্রাম
অপু দাশগুপ্ত, শেলী নূর, আরশাদ হোসাইন,  ধ্রুবজ্যোতি হোড়, ইকবাল হোসাইন, কাজী শহীদুল, মনিরুল মনির, মিজানুর রহমান, মোহাম্মদ শাহনেওয়াজ খান, নাসিমা সিরাজী, প্রবাল মজুমদার, থুইক্যোচিং মারমা, শাহীন মনজুর, ভিকি মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *